নেত্রকোনায় পাচারকৃত ৫টি গরুসহ ট্রাক জব্দ, পুলিশের গাড়ি দুর্ঘটনার শিকার
![নেত্রকোনায় পাচারকৃত ৫টি গরুসহ ট্রাক জব্দ, পুলিশের গাড়ি দুর্ঘটনার শিকার](https://dailypratibad.com/wp-content/uploads/2021/02/eeee.jpg)
![](https://dailypratibad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা থেকে একটি ট্রাকে করে গরু পাচার ধরতে গেলে দুর্ঘটনার শিকার হয়েছে পুলিশের গাড়ি। এতে ব্যাপক ক্ষতি সাধন হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বারহাট্টা থানার পাঁচ পুলিশ সদস্য। বুধবার (৩ ফেব্রুয়ারী) ভোররাতে জেলার নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় গরু বহনকারী ট্রাকের চালক এবং গরু ব্যাবসায়ীরা পালিয়ে গেলেও ট্রাকসহ পাঁচটি গরু জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে গরু পাচার হচ্ছে খবর পাই।
সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে গরু নিয়ে আসা ট্রাকের পেছনে ধাওয়া করলে ঠাকুরাকোনা রেললাইনের উচুতে গাড়ি নিউট্রাল করে পালিয়ে যায় চালকসহ ব্যাবসায়ীরা। এদিকে আমাদের গাড়ি পিছন থেকে কাছাকাছি চলে আসে। কিন্তু নিউট্রাল থাকা গাড়িটা পিছনের দিকে নেমে ধাক্কা লাগে এবং পিছনে যেতে থাকে। এসময় আমাদের গড়িটি পিছনে একটি তালগাছে গিয়ে ঠেকে যায়।
ফলে আমাদের পুলিশ সদস্যরা প্রাণে বেঁচে যায়। কিন্তু গাড়ির গ্লাস বাম্পারসহ সবকিছু ভেঙ্গে যায়। যে কারনে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। কুয়াশা এবং হঠাৎ গাড়ি থেকে নেমে যাওয়ায় চালকরা এই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু আমরা যেহেতু ট্রাক জব্দ করতে পেরেছি ওই চোরাকারবারিকেও আটক করতে পারবো।