নেত্রকোনায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে পুত্র হত্যা


নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে শনিবার (১৬ জানুয়ারী) মো: এরশার মিয়া (৩৬) নিজ পুত্র সন্তান আরাফাত (৮) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত হোসেনের বাবা এরশাদ মিয়ার তার মা আফরোজার সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আফরোজা তার আট বছরের শিশু ছেলে আরাফাতকে নিয়ে তার মামা কান্দুলিয়া গ্রামের লিটনের বাড়িতে থাকেন। বিয়ের আগেও আফরোজা তার মামার বাড়িতে থেকে বড় হন। বেশ কয়েক মাস আগে এ দম্পতির বিবাহ বিচ্ছেদের পর থেকে এরশাদ মিয়া প্রায় সময় পারিবারিক কলহ মেটানো এবং সন্তানের খোঁজখবর নিতে কান্দুলিয়া গ্রামে যাতায়াত করতেন।
স্ত্রীকে ফিরিয়ে আনতে সমঝোতায় ব্যর্থ হয়ে (শনিবার) ১১টার দিকে এরশাদ মিয়া হাতে থাকা দড়ি দিয়ে নিজ হাতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন।
নেত্রকোনার মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আরাফাতের বাবা এরশাদকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।