নেত্রকোনায় কৃষকদের উৎসাহ দেয়ার জন্য কৃষকলীগের ধান কাটা শুরু


আব্দুর রহমান, নেত্রকোনা : হাওরের কৃষকদের উৎসাহ প্রদানের জন্য কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার বিভিন্ন হাওরের কৃষকদের সাথে ধান কেটেছেন কৃষকলীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে আজ সকাল ১১ টায় রৌহা ইউনিয়নের কৃষকদের সাথে ধানকাটা কাযর্ক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের নিবার্হী সদস্য ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার।
জেলা সদরের বীরমুক্তিযোদ্ধা মরহুম ঈসমাইল হোসেন এর ৫ কাটা পাকাাঁ ধান কেটে জেলায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় পূর্বধলা উপজেলা কৃষকলীগের সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সেলিম আহমদ, নেত্রকোনা পৌর কৃষকলীগের সভাপতি মুরাদ আহমেদ , সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের অন্ত্যত ৫০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে তারা কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য বিভিন্ন ধরণে পরার্মশ প্রদান করেন।