নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , এপ্রিল ২৮, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা: নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ সদর এলএসডি গুদাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাওরা লের বোরো ধান কাটা ও সংগ্রহের সার্বিক চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা প্রেসক্লাব সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্ সহ বিভিন্ন মিলার ও কৃষকবৃন্দ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা জানান, সরকার চলতি বোরো মৌসুমে নেত্রকোনা জেলার ১০ উপজেলার সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২ শত ৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com