নেত্রকোনার মোহনগঞ্জ বিরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , মার্চ ১৬, ২০২৩

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতি বৎসরের ন্যায় ১০ মার্চ ২০২৩ ইং সারা দেশব্যাপি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল দিশারি প্রকেল্পর মাধ্যমে ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনের লক্ষে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্টুডেন্ট কাউন্সিল এর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা এর ফায়ার ফাইটার মো: রাছেল মিয়া মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড ও ভূমিকম্পে করণীয় বিষয় গুলো তুলে ধরেন।

এছাড়া তিনি অগ্নিনির্বাপন যন্ত্র পরিচালনার বিষয়টি শিক্ষার্থীদের হাতে কলমে শিখিয়ে দেন। আলোচনা শেষে স্কুল মাঠে অগ্নিনির্বাপন যন্ত্র ও পাটের বস্তার মাধ্যমে আগুন নেভানোর প্রক্রিয়াটি শেখানোর জন্য মহড়া করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আবুল কাশেম। অনুষ্টানটি সঞ্চালচনার দায়িত্বে ছিলেন নেত্রকোণা পাথফাইন্ডার রেজিলিয়েন্স অফিসার মো: মিজানুর রহমান বকসী।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com