প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
নেত্রকোনার মদনে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু
আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে সংঘর্ষে আহত আব্দুল কারী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল কারী উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত ফজ রহমানের ছেলে।
জানা যায়, (২২ জুন) মঙ্গলবার শিবপাশা গ্রামের আব্দুল কারী মিয়ার সাথে একই গ্রামের মৃত সুলতু মিয়ার ছেলে আবুল কালাম আজাদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এতে আব্দুল কারীসহ দু-পক্ষের ৪ জন আহত হয়। আহতদেরকে মদন হাসপাতালে নিয়ে এলে আব্দুল কারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতেই আব্দুল কারীর ছেলে কাওছার মিয়া বাদী হয়ে আবুল কালাম আজাদসহ ৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে আবুল কালাম আজাদ বাদী হয়ে ওই রাতেই আব্দুল কারীসহ ৩৬ জনকে আসামি করে থানায় পাল্টা মামলা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় (৩ জুলাই) আব্দুল কারী মারা যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, সংঘর্ষে আহত আব্দুল কারী মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকালে মারা গেছেন। লাশের ময়নাদন্তরে প্রক্রিয়া চলছে। আব্দুল কারী মিয়ার ছেলের দায়েরকৃত পূর্বের মামলাটি হত্যা মামলায় রূপান্তরতি হবে। পরিস্থিত শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।