নেত্রকোনার দুর্গাপুরে হাজং শিক্ষার্থীদের নবীন বরণ

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২৩

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর রবিবার ললিত বিপিন হাজং ছাত্রাবাস এ দিনব্যাপী হাজং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন এর আয়োজনে ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশনের সহায়তায় অন্তর হাজং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোস্টেল তত্বাবধায়ক অবনি কান্ত হাজং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রনি হাজং।

আলোচনায় অন্তর হাজং বলেন আমরা দীর্ঘদিন যাবত পিছিয়ে পড়া আদিবাসী দের উন্নয়নে কাজ করে চলছি বিশেষ করে যুব সমাজ যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে সেজন্য আমি টিউশনির টাকা জমিয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করে উপার্জিত অর্থ শিক্ষার্থীদের মাঝে দান করেছি এমন কি আমার ব্যাবহৃত বাই সাইকেল বিক্রি করে নার্সিং পড়ুয়া বোনের পাশে দাড়িয়েছি যে খবর শুনে মাননীয় জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার ১,২৫,০০০/ টাকা সহায়তা দিয়েছিলেন।

বর্তমানে সেই বোনটি একটি বেসরকারি হসপিটালে চাকরি করছে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এভাবেই আমাদের একে অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে শিক্ষা গ্রহনে এগিয়ে যেতে হবে। এছাড়াও অবনি কান্ত হাজং শিক্ষার্থীদের করনীয় বিষয় বিভিন্ন দিক নির্দেশনা এবং রনি হাজং কিভাবে পড়লে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সে বিষয় তুলে ধরেন। তিন জেলার ১৫ জন শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com