নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আব্দুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে প্রতিষ্ঠান পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকের সভাপতিত্বে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয় এবং কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের স্যালুট জানান শিক্ষার্থীরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান। সকাল থেকে দুপুর পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। চারটি গ্রুপে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সর্বোচ্চ ৬২টি পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হয় মেঘনা গ্রুপ।