নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২৩

আব্দুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে প্রতিষ্ঠান পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকের সভাপতিত্বে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয় এবং কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের স্যালুট জানান শিক্ষার্থীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান। সকাল থেকে দুপুর পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। চারটি গ্রুপে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সর্বোচ্চ ৬২টি পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হয় মেঘনা গ্রুপ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com