নেত্রকোনায় ২৬২ তম বোধ সাহিত্য আড্ডা ও গ্রন্থ আলোচনা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ , মে ২২, ২০২১

আব্দুর রহমান,নেত্রকোনাঃ আড্ডায় জেগে উঠে মানুষের প্রাণ,আলোচনায় বাড়ে গ্রন্থের মান’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে বোধ সাহিত্য আড্ডা ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠান। নেত্রকোনার তরুণ উদীয়মান কবি মাহবুব রুমন এর কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ গ্রন্থের উপর আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী সম্পাদিত ও প্রকাশিত দুই-যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী ‘ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বোধ’ এর আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় মোক্তারপাড়াস্থ বোধ কার্যালয়ে সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়৷ তিন ঘণ্টাব্যাপী প্রাণবন্ত এই আড্ডায় উপস্থিত সকলেই কবি মাহবুব রুমন এর কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ নিয়ে পাঠমুগ্ধ ছিলো।

ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রভাষক কবি খন্দকার অলি উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেখক,সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর বিধান মিত্র, অধ্যক্ষ কবি আনোয়ার হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মোঃ হাফিজুর রহমান,গল্পকার পূরবী সম্মানিত, কবি এনামুল হক পলাশ, শিক্ষাবিদ গোলাম মুক্তাদির, শিক্ষাবিদ আরিফ মহিউদ্দিন খান, শিক্ষাবিদ আব্দুল বাছির,কবি এনাম আহমেদ, কবি সুমিত্র সুজন, কবি সিরাজুল ইসলাম সোহেল, কবি যুবরাজ শাহীন সবুজ, কবি মোঃ রাসেল, কবি তানভীয়া আজিম, কবি শাবরিনা শারমিন নীলু ও কবি নিশাত তাসমিন জেরিন আক্তার প্রমুখ।

প্রাণবন্ত এই সাহিত্য আড্ডা ও আলোচনায় বয়সে ছোট বড় সকলের একাকার হয়ে ছিলো
প্রাণে প্রাণে জেগে উঠে সাহিত্য প্রেম, বিজ্ঞজনেরা মনে করেন এ ধরনের আড্ডা থেকে বেরিয়ে আসে নতুন নতুন লেখক, কবি, গল্পকার,প্রাবন্ধিকসহ সূজনশীল ও মননশীল মানুষ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com