নেত্রকোনায় সম্পূর্ণ বিনামূল্যে এক হাজার মানুষকে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন
আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় আজ (২৬ মে) সকাল থেকে সপ্তাহব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও আল-নূর চক্ষু হাসপাতালের
সহযোগিতায় প্রায় এক হাজার চোখের রোগীকে বিনামূল্যে লেন্স প্রদান সহ অপারেশন ও ঔষধ বিতরণ করা হবে।
নেত্রকোনার ডায়াবেটিক সমিতি হাসপাতলে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন আল-নূর চক্ষু হাসপাতালের উপদেষ্টা ও সাবেক সচিব নূরন্নবী তালুকদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান সহ ডায়াবেটিক সমিতি ও আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তারা ।