নেত্রকোনায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নেত্রকোনায় সদাগরপাড়া যুব সংঘের উদ্যোগে সাদামাটি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ (২২ মে) সোমবার বিকেলে পৌর শহরের আনন্দ বাজার এলাকার সওদাগরপাড়া সাদামাটি মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫০ মিনিটের খেলায় ০-০ গোলে ড্র হলেও পরে ট্রাইবেকারে রাইসা মনি একাদশ নাগড়া স্পোর্টিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে সাংবাদিক আব্দুর রহমানের দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক ছাত্রলীগ নেতা মাহ্ফুজুল ইসলাম লিংকন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগড়া যুব সংঘের শাহরিয়ার রহমান সাঈদ, আরিফ, তন্ময়সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন রুহুল আমিন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি আকর্ষণীয় ট্রফি।
ফুটবল টুর্নামেন্ট অংশ নেওয়া বিজয়ীদলের অধিনায়ক আব্দুর রহমান জানায়, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে প্রাণঘাতী মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই আমাদের বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করা উচিত। আর এই টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ঝগড়া বিবাদ হয়নি। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।