নেত্রকোনায় মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী 

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , মে ১৩, ২০২৩

আব্দুর রহমান,স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন।

তার ওই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে সারা বিশ্বের কাছে

উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশকে উন্নত দেশে পরিনত করা হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে,

আগামীতে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা হবে।

এজন্যই আজকের ছাত্র সমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রা কে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে,

তিনি সকলকে এ ব্যাপারে সতর্কতা থাকার

আহ্বান জানান।

তিনি আজ শনিবার দুপুরে দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আজহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, আমতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ, নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক,

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া, মাদ্রাসা অধ্যক্ষ আবুল ফাতাহ্ মোঃ মহিউদ্দিন খান প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com