নেত্রকোনায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার : আটক ৪

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ডিসেম্বর ১৪, ২০২২
বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

আব্দুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনা কলমাকান্দায় অভিযান চালিয়ে চার আসামীসহ বিরল প্রজাতির তক্ষক, সিএনজি এবং নগদ টাকা আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লেংগুড়া বিওপি’র নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ৭ সদস্যের একটি টহল দল লেংগুড়া ইউনিয়নের বটতলা নামক স্থান থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে আসা একটি সিএনজি (আর.বি ১২৩) তল্লাশী করে তাদের আটক করে।

পরে আটককৃত ঢাকা খিলক্ষেত এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ সালাউদ্দিন (৫০), আব্দুল হাফিজের ছেলে মোঃ নাসির উদ্দিন (৫৪), কলমাকান্দা উপজেলার কচুগড়া গ্রামের পিকতেরেসার ছেলে মিসায়েল রাংসা (৪৫) এবং সদর উপজেলার বাইশদার গ্রামের মৃত সোনাহর শেখের ছেলে মোঃ স্বপন মিয়া (৫০)কে তল্লাশী করে বিরল প্রজাতির ৮ ইঞ্চি লম্বা আকৃতির একটি তক্ষক, একটি সিএনজি এবং নগদ ২৫,৯৯০/- টাকা জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য ১২,২৫,৯৯০/-(বারো লক্ষ পঁচিশ হাজার নয়শত নব্বই) টাকা।

আজ বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। এসময় তিনি আরও জানান, জব্দকৃত তক্ষক, সিএনজি, নগদ টাকা এবং আটককৃত আসামীদেরকে উপজেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com