নেত্রকোনায় প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৪, ২০২৩

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় নেত্রকোনা পৌর এলাকার আনন্দ বাজার বালুর মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রহমত আলী,নাসির উদ্দিন খসরু, হেকিম মিয়া, মোঃ নজরুল ইসলাম হাশেম, শহীদ মিয়া, সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের প্রায় ৪ শতাধিক প্রতিবন্ধী সদস্য সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সাবেক উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদেরকে ভালোবাসতে হবে, এবং তাদের সরকারি সহায়তার সকল ধরনের ন্যায্য অধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com