নেত্রকোনায় প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় নেত্রকোনা পৌর এলাকার আনন্দ বাজার বালুর মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রহমত আলী,নাসির উদ্দিন খসরু, হেকিম মিয়া, মোঃ নজরুল ইসলাম হাশেম, শহীদ মিয়া, সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের প্রায় ৪ শতাধিক প্রতিবন্ধী সদস্য সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
সর্বশেষ সাবেক উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদেরকে ভালোবাসতে হবে, এবং তাদের সরকারি সহায়তার সকল ধরনের ন্যায্য অধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।