নেত্রকোনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করে পরশ-মুছলেহা দম্পতির শতকোটি টাকার দূর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের বড় বাজারস্থ মিট পয়েন্ট রেস্টুরেন্টে অভিযোগকারী মো: মাহবুবুর রহমান হিমেল ও সাজ্জাদ এ সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে হিমেল জানায়, নেত্রকোনায় পরশ-মুছলেহা দম্পত্তির রাজস্ব ফাঁকি দিয়ে শতকোটি টাকার মালিক বনে যাওয়ার বিষয়টি নিয়ে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি এবং আদালতে স্বাক্ষর জালিয়াতির মামলা করেছি। এরই প্রেক্ষিতে তারা গত ২৩ শে মার্চ এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরশ ও তার স্ত্রী মুছলেহা আক্তার তাদের দূর্নীতি ধামাচাপার অপচেষ্টায় গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করতে নানা-মিথ্যাচার, অসত্য ও মানহানিকর তথ্য তুলে ধরে অপপ্রচার চালায়।
সেই সংবাদ সম্মেলনে মুছলেহা দম্পতি আমাদের বিরুদ্ধে মীমাংসার নামে চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের কাছে চাঁদাদাবির প্রমান স্বরুপ কলরেকর্ড আছে এমন দাবীতে মিথ্যাচার ও অপপ্রচার চালায়। সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা চাঁদাদাবির কল-রেকর্ড চাইলে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি। যা উদুর পিন্ডু বুদুর গাড়ে চাপানোর অপচেষ্টা।
এমনকি অভিযোগ সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তরে ডাহা মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়। এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের আয়কর বিষয়ে জানতে চাইলে সদোত্তর দিতে পারেনি!
তাছাড়া সেই সংবাদ সম্মেলনে তার দেওয়া তালিকা অনুযায়ী তাদের পরিচালনায় থাকা একাধিক কারিগরি প্রতিষ্ঠানের কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদক উদ্ধার সহ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র সাংবাদিকরা তুলে ধরতেই সুচতুর এই দম্পতি ও তার ভাই কৌশলে সেসব প্রশ্নের জবাব এড়িয়ে যান।
আলোচিত পরশ-মুছলেহা দম্পতির অঢেল সম্পদ অর্জনের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা করেন অভিযোগকারী সহ সুশিল সমাজের।