নেত্রকোনায় দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব শুরু
আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ অসাম্প্রাদায়িক চেতনায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেত্রকোনায় শুরু“ হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। (শুক্রবার) সন্ধ্যায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, নেত্রকোনা জেলা শাখা দু’দিনব্যাপী লোকসংগীত উৎসবের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি সারোয়ার তমাল রবিন।
লোক সংগীত উৎসবের প্রথমদিনে উদীচীর বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় লোক গান,লোক নৃত্য, পুতুল নাচ, ধামাইল সংগীত সহ বাউল শিল্পীদের পরিবেশনায় বাউল গান পরিবেশিত হয়।