নেত্রকোনায় দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব শুরু

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ , জানুয়ারি ২১, ২০২৩
দিনব্যাপী লোকসংগীত উৎসব

আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ অসাম্প্রাদায়িক চেতনায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেত্রকোনায় শুরু“ হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। (শুক্রবার) সন্ধ্যায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, নেত্রকোনা জেলা শাখা দু’দিনব্যাপী লোকসংগীত উৎসবের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি সারোয়ার তমাল রবিন।
লোক সংগীত উৎসবের প্রথমদিনে উদীচীর বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় লোক গান,লোক নৃত্য, পুতুল নাচ, ধামাইল সংগীত সহ বাউল শিল্পীদের পরিবেশনায় বাউল গান পরিবেশিত হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com