নেত্রকোনায় দিনব্যাপী আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১৩, ২০২৩

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি আশা’র শাখা কার্যলয়ে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আশা তেলিগাতী স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আশা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আশা’র আটপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোওজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল হক, এতে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, মোঃ মজনু মিয়া, আনোয়ারুল হক, শফিকুল ইসলাম,

অনুষ্ঠান সঞ্চালনা করেন তেলিগাতি স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ হাফসা আক্তার। দিনব্যাপী আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপিসহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com