নেত্রকোনায় ডিবি’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনায় ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি)। সোমবার গভীর রাতে জেলার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইগরতলী গ্রামের মুর্তুজ আলীর ছেলে দুলাল মিয়া ওরফে বাবুল মিয়া (৬০), মৃত নূর ইসলাম মিয়ার ছেলে শাহারাজ মিয়া (২০) এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার শিমুলিয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪)।
সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় গাজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করতে থাকলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
জেলা গোয়েন্দা (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।