নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল সংবাদকর্মী

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২৩

নেত্রকোনা প্রতিনিধিঃ ট্রেনের ধাক্কায় ৭১’ বাংলা টিভি অনলাইনের নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদারের (৩৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ (১৫ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ইস্পিঞ্জাপুর নামক স্থানে। নিহত পাপ্পু মজুমদার নেত্রকোনা জেলা শহরের অজহর রোডের স্বপন মজুমদারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংবাদকর্মী পাপ্পু মজুমদার বুধবার বিকেলে মোটর সাইকেলে করে শিশু সন্তানকে নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রীর কর্মস্থলে যাচ্ছিলেন। তার স্ত্রী বেসরকারী উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি মোহনগঞ্জ অফিসে কাজ করেন। বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের ইস্পিঞ্জাপুর নাম স্থানে মোটর সাইকেল থামিয়ে শিশু সন্তানকে একটি দোকানে বসিয়ে রেখে রেলাইনের পাশে প্রকৃতির ডাকে সারা দিতে (প্রশ্রাব) যান। পরে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে সন্তানের কাছে ফিরছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটর ট্রেন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সাথে যোগাযোগ করা হরে তিনি জানান, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পাপ্পু মজুমদারের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com