নেত্রকোনায় জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , মার্চ ১১, ২০২৩

আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোনায় বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১ টায় দিকে জেলা শহরের বনুয়াপাড়া আবু আব্বাস কলেজের সামনের সড়কে নেত্রকোণা জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করে।

নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষকলীগের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিল্কী, মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, পৌর বিএনপির সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেন,

জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাতী দলের আহবায়ক সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্য দলের সদস্য সচিব মোঃ ইদ্রিছ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী। প্রধান অতিথি হেলেন জেরিন খান বলেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার অধীনে দেশের জনগন আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না। তিনি অবিলম্বে ১০ দফা দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও দেশ বিদেশে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবী জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com