নেত্রকোনায় জাক জমক পূন্যভাবে শিব ও মা দুর্গা বনদেবির পুজা অর্চনা

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২৩

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদরে কালিয়ারা গ্রামে প্রায় ১৩শ’ সালের পুরানো শিব মন্দিরে জাক-জমক পূন্যভাবে শিব ও মা র্দুগা বনদেবির পুজা অর্চনা শুরু হয়েছে। গতকাল থেকে চলছে দুই দিন ব্যাপি এই পুজা অর্চনা অনুষ্ঠান ।
এতে দুর-দুরান্ত থেকে ভক্ত বৃন্দদের পদচারনায় মুখরিত কালিয়ারা শিবমন্দির প্রাঙ্গন ।

আয়োজক সুভাষ দত্ত জানান- এই শিব লিঙ্গ অতি প্রাচীন । কথিত আছে যে প্রায় ১৩শত সালের দিকে আমাদের পুকুর পাড়ে হঠাৎ অলৌকিক ভাবে এটা সৃষ্টি হয়েছিল । এই শিব লিঙ্গ ছয় মাস পানির নিচে থাকে ছয় মাস পানির উপরে থাকে । আমারা প্রতি বছর একবার বড় আকারে র্বাষিক পুজার আয়োজন করে থাকি । তখন দুরদুরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে । মানুষের মনের আশা পুরনের জন্য যে যা মানত করেন তাই পুজার আয়োজনে দেয়া হয় বলে জানান আয়জেকরা ।

আয়োজকরা আরো জানান উপমহাদেশে তিনিটি জায়গায় এই শিব লিঙ্গ আবির্ভূত হয়েছে একটি ভারতের কালি ঘাটে আর একটি ভারতে বৃন্দাবনে অপরটি নেত্রকোনা কালিয়ারা পুকুর ঘাটে । ইহা অতি প্রাচীন ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com