নেত্রকোণা-৫ আসনে আ.লীগের প্রার্থীতা ঘোষনা দিলেন ড. নাদিয়া বিনতে আমিন (সিআইপি)

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৫, ২০২৩

বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোণা-৫ পূর্বধলা উপজেলা থেকে আওয়ামীলীগের নতুন প্রার্থীতা ঘোষনা করলেন বিশিষ্ট ব্যবসায়ী ড. নাদিয়া বিনতে আমিন। গতকাল শনিবার পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। ড. নাদিয়া বিনতে আমিন একজন বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি, নারী উদ্যোক্তা, সমাজকর্মী হিসেবে কাজ করে আসছেন। তার বাড়ী উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের বাশাটি গ্রামে।

গত ২১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মধ্য দিয়েই নির্বাচনী এলাকায় সামাজিক কর্মকান্ডে তার প্রথম আত্মপ্রকাশ। ড. নাদিয়া বিনতে আমিনের ব্যক্তিগত প্রোফাইল বেশ সমৃদ্ধ।

নির্বাচনের একেবারে আগ মূহুর্তে নিজের প্রার্থীতা ঘোষনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন এখনো চার মাস বাকি রয়েছে। এই সময়ের মধ্যেই তিনি প্রতিটি ইউনিয়নে জনসভা, উঠান বৈঠক করবেন। অল্প সময়েই সকলকে নিয়ে কঠিন কাজটিকে সহজ করে তুলে নিজের অবস্থান তৈরি সম্ভব বলে তিনি মনে করেন।

মনোনয়নের ক্ষেত্রে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন নিয়ে তিনি আশাবাদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এরপরও কোন কারণবশত যদি মনোনয়ন না পান তবে নৌকার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা আগে থেকেই অন্যান্য প্রার্থীদের সাথে সম্পৃক্ত রয়েছেন। এত অল্প সময়ের মধ্যে এই মেরুকরণে কতটুকু সফল হতে পারবেন এই বিষয়ে তার মত জানতে চাইলে তিনি বলেন, নিজের মেধা, যোগ্যতা, সততা, কর্মদক্ষতার মাধ্যমে সামনের সময়টুকু জনসভা, জনসংযোগ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন।

ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের সাফল্য ধরে রাখতে তিনি নিজ উপজেলায় কর্মসংস্থান সৃষ্টি, নারীদের উন্নয়ন, রাস্তা ঘাট উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে ভূমিকা, দুর্নীতি প্রতিরোধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যপক কাজ করে যাবেন বলে জানান।

মতবিনিময় সভায় তার সাথে প্রতিনিধি দলে মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির নেত্রকোণা জেলা ইনচার্জ মাসুম হাসান জামাল। প্রেসক্লাবের পক্ষে উপন্থিত ছিলেন আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, সিনিয়র সদস্য শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, দৈনিক ইকরা’র সম্পাদক মো: শফিকুজ্জামান, প্র্বূধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শিমুল শাখাওয়াত, সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল, শহীদুল আলম মামুন, মো: আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, সাংবাদিক এমদাদুল ইসলাম, শফিকুল ইসলাম খান প্রমুখ।

ড. নাদিয়া বিনতে আমিন তার আগামীর পথ চলায় পূর্বধলার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com