নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের পাশে- জেলা প্রশাসক
মো: আল মুনসুর: নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় পূর্বধলা উপজেলা ৬ জন নিহত হয়েছে । তাৎণিক জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদানের নির্দেশ হয়। ৩ জানুয়ারি, সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম নিহতের স্বজনদের কাছে নগদ ২০ হাজার টাকা, পরে আরো ৮০ হাজার টাকা প্রদান করবেন। এসময় সাথে ছিলেন পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আগিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার, (৩জানু) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা গামী একটি সিএনজি (অটোরিকশা) ময়মনসিংহের তারাকান্দা মহাসড়কের গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শাহজালাল নামক একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৭জন নিহত হয়। নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০), মাওলানা ফারুক আহামেদ (৩০), স্ত্রী মাসুমা আক্তার (২২), নবজাতক শিশু, বোন জুলেখা বেগম (২২) ও ফারুকের চাচাত ভাই আজিম উদ্দিনের স্ত্রী জোৎস্না বেগম (৩৫)।