নেত্রকোণা পৌরসভার ২০২১-২২ সনের বাজেটত্তোর সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , জুন ৩০, ২০২১
নেত্রকোণা পৌরসভার ২০২১-২২ সনের বাজেট

আব্দুর রহমান,নেত্রকোণা : নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরে নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে। নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার দুপুর ১২ টায় পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন।

বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য কাউন্সিলর ও অতিথি বৃন্দ।

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১৫৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা মাত্র।

বাজেট পেশ কালে পৌর মেয়র বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা -ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট – বাজার উন্নয়ন।

প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com