নেত্রকোণা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন


আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ” বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের নির্দেশে, নেত্রকোণা জেলা ছাত্রলীগের পক্ষে,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ সম্পাদক, সোবায়েল আহম্মেদ খান, নেত্রকোনা জেলার খ্যাতনামা আবু আব্বাস বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে,ফলজ,বনজ ঔষুধী ও তাল গাছ বৃক্ষরূপন করেন।
নানা মুখী মানবিক,সামাজিক ও রাজনৈতিক সৃজনশীল কাজের মাধ্যমে, সাধারণ ছাত্র-ছাত্রীর নিকট আস্থা,বিশ্বাস অর্জনের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উটছে, মানবিক নেত্রকোণা জেলা ছাত্রলীগের স্বপ্ন দ্রষ্টা হিসেবে সর্বাধিক পরিচিত এই নেতা।
এসময় সময় বৃক্ষরোপন কর্মসূচীতে আপামর ছাত্রলীগের নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন, এসময় সোবায়েল আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন এ বর্ষায় আসুন বৈশ্বিক উষ্ণতা রোধে প্রত্যাকে দুটি করে গাছ লাগাই ও মাত্রাতিরিক্ত বজ্রপাত রোধে সচেতন থাকতে ও প্রচুর পরিমানে তাল গাছ লাগানোর পরামর্শ দেন।