নেত্রকোণা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ , জুন ৬, ২০২১

আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ” বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের নির্দেশে, নেত্রকোণা জেলা ছাত্রলীগের পক্ষে,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ সম্পাদক, সোবায়েল আহম্মেদ খান, নেত্রকোনা জেলার খ্যাতনামা আবু আব্বাস বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে,ফলজ,বনজ ঔষুধী ও তাল গাছ বৃক্ষরূপন করেন।

নানা মুখী মানবিক,সামাজিক ও রাজনৈতিক সৃজনশীল কাজের মাধ্যমে, সাধারণ ছাত্র-ছাত্রীর নিকট আস্থা,বিশ্বাস অর্জনের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উটছে, মানবিক নেত্রকোণা জেলা ছাত্রলীগের স্বপ্ন দ্রষ্টা হিসেবে সর্বাধিক পরিচিত এই নেতা।

এসময় সময় বৃক্ষরোপন কর্মসূচীতে আপামর ছাত্রলীগের নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন, এসময় সোবায়েল আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন এ বর্ষায় আসুন বৈশ্বিক উষ্ণতা রোধে প্রত্যাকে দুটি করে গাছ লাগাই ও মাত্রাতিরিক্ত বজ্রপাত রোধে সচেতন থাকতে ও প্রচুর পরিমানে তাল গাছ লাগানোর পরামর্শ দেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com