নেত্রকোণা আবৃত্তি নিকেতনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা আবৃত্তি নিকেতনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। আজ (১৫ এপ্রিল) বিকেলে আর্যগৃহের হলরুমে ছাত্র ছাত্রীদের মাঝে কোর্স সমাপনী সার্টিফিকেট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গান, কবিতা, নৃত্য এবং আলোচনায় আনন্দে মুখরিত হয়ে ওঠে ছাত্র ছাত্রী, অভিভাবক ও সুধীজন। প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃষা তালুকদার।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রফেসর শিতাংশু কুমার ভদ্র, সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক খন্দকার ওলিউল্লাহ, মিসেস মঞ্জু সরকার, মিসেস রূপা সরকার, মিসেস কুলসুমা আক্তার, প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায় প্রমুখ। সভায় সকলে বাংলা নববর্ষ উপলক্ষে পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা বাঙালি সংস্কৃতিতে নববর্ষের অবদান গুরুত্বের সাথে তুলে ধরেন। সবশেষে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি।