নেত্রকোণা আনসার ও ভিডিপি’র ঈদ উপহার বিতরণ
আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ লকডাউনের কারণে কর্মহীন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে জেলা আনসার ও ভিডিপি নেত্রকোণার উদ্যোগে মহাপরিচালক, আনসার ও ভিডিপি’র ঈদ উপহার বিতরণ করা হয়।
নেত্রকোণা জেলার জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মোঃ জিয়াউল হাসান নেত্রকোণা জেলার ১০ উপজেলায় এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে অদ্য গতকাল সোমবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নেত্রকোণায় এক অনুষ্ঠানে পরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান বলেন, মহাপরিচালক আনসার ও ভিডিপি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি সারা বাংলাদেশের সকল উপজেলার প্রায় পঁচিশ হাজার দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম করছেন। করোনা মহামারী কালে গরীব সদস্য/সদস্যারা কষ্টে দিন যাপন করছে। তাদের কথা চিন্তা করে তিনি সারা বাংলাদেশে উপহার বিতরণ কার্যক্রম গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, মহাপরিচালক মহোদয় সবসময় তৃণমূল পর্যন্ত আনসার ও ভিডিপি সদস্যদের কথা চিন্তা করেন, অসহায় ও দুঃস্থ সদস্য/সদস্যাদের কথা বিবেচনা করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। একযোগে কাজ করার জন্য মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা রয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়নমূখী কার্যক্রমে বাহিনীর সকলকে জোরালো ভূমিকা রাখার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। এছাড়া তিনি গ্রাম পর্যায়ে ভিডিপি সদস্যদের নানামুখী সামাজিক কার্যক্রমে অবদান রাখার জন্য ভূয়সী প্রশংসা করেছেন বলে প্রধান অতিথি জনাব মোঃ জিয়াউল হাসান উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি সকলকে যৌতুক প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ, মাদক ও চোরা চালান প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধে সকলকে কাজ করার আহবান জানান, এছাড়া তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেন।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরা, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন। এছাড়া তিনি মহাপরিচাক মহোদয়ের পক্ষে ঈদ উপহার গ্রহণকারী সকল ভিডিপি সদস্যদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। নেত্রকোণা জেলার ১০ টি উপজেলায় একযোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট জনাব মুহাম্মদ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও সকল পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ।