নেত্রকোণায় ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন


আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আজ ০৯ জুন ২০২১ ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সু্যোগ্য জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাকসুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোঃ জিয়াউল হাসান। পরিচালক মোঃ জিয়াউল হাসান স্বাগত বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার আগুন ঝরা বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মুক্তিকামী বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযোদ্ধে।
যার ফলশ্রুতিতে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে আমাদের সোনার বাংলা। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি,ও এস পি,এন ডিসি, পি এস সি,নির্দেশনায় প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে আনসার ও ভিডিপি ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ। এর উদ্দেশ্য সদস্য/ সদস্যাদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম করে গড়ে তোলা। তৃনমুল পর্যায়ে বাল্যবিবাহ ইভটিজিং,জঙ্গিবাদ,গুজব প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যরা আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা জেলার মান্যবর জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান বলেন আনসার ও ভিডিপি সদস্যরা জনকল্যাণ মূলক কাজে সর্বদা নিবেদিত প্রাণ। তারা করোনা শুরু কালিন করোনা সচেতনতায় লিফলেট বিতরন,করোনা আক্রান্ত দের বাড়ি গিয়ে লাল পতাকা চিহ্নিত করন, জেলা প্রশাসনের সাথে মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে প্রশংসনীয় ভৃমিকা পালন করেছে। ভিডিপি সদস্যরা জাতীয় নির্বাচন ও অন্যান্য নির্বাচনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।
প্রশিক্ষিত ভিডিপি সদস্যগণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাকসুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, নেএকোনা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জেলা প্রশাসনের সহকারি কমিশনার বৃন্দ এবং নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসার ও প্রশিক্ষণার্থী ভিডিপি সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে পরিচালক মোঃ জিয়াউল হাসান, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে দু’টি ফলজ গাছের চারা রোপণ করেন।