নেত্রকোণায় সমাজসেবা কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ


আব্দুর রহমান, নেত্রকোণাঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সমাজে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। দেশের একজন মানুষও অনাহারে-অর্ধাহারে ভূমিহীন অবস্থায় থাকবে না, এটাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ।
আজ সকালে নেত্রকোণা জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টি.সি.এম প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে সমাজসেবার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সমাজসেবা বিভাগের জেলা ও উপজেলা কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রীর পক্ষে ১২ জন সমাজসেবা কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন সি.টি.এম প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব খুরশিদ আলম চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলালউদ্দিন সহ জেলা প্রশাসন ও সমাজসেবার কর্মকর্তাবৃন্দ।