নেত্রকোণায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের পদোন্নতি কোর্সের শুভ উদ্বোধন
আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ ৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর জারিয়া পূর্বধলা নেত্রকোণায় ৬জুন ২০২১ খ্রিঃ হতে ২১ দিন মেয়াদি ব্যাটালিয়ন আনসার হতে ল্যান্স নায়েক পদের পদোন্নতি কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক জনাব হিরা মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন এবং প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।
তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হয়ে মানবসেবায় ব্যাটালিয়ন সদস্যদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ অপরাধ মূলক কার্যাবলী প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, প্রশিক্ষণ পরবর্তী পদোন্নতির মাধ্যমে বাহিনীর মধ্যে গতিশীলতা বেগবান হবে এবং সদস্যগণ আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে বাহিনীর অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্স ও আই সি জনাব মোঃ জিয়াউল হাসান, পরিচালক ৬ আনসার ব্যাটালিয়ন। তিনি স্বাগত বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ব্যাটালিয়ন সদস্যরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ পদোন্নতি প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর উন্নয়ন ও নিরাপত্তা মূলক কার্যক্রম আরো গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আর্থসামাজিক উন্নয়নে সবাই সক্রিয় ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সহকারী পরিচালক, ৬ আনসার ব্যাটালিয়ন, কোর্স অ্যাডজুটান্ট ও কোয়ার্টার মাস্টার জনাব মোঃ শামসুজ্জামান, কোম্পানি কমান্ডার ৬ আনসার ব্যাটালিয়নসহ কোর্স সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ। এ প্রশিক্ষণে ৬, ১০, ১২, ১৭, ৩৮ আনসার ব্যাটালিয়ন এবং আনসার গার্ড ব্যাটালিয়ন সহ ৬টি ব্যাটালিয়ন হতে মোট ৯৬ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এ পদোন্নতি কোর্সে অংশ অংশগ্রহণ করেন।