নেত্রকোণায় বোন জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন
অপরাধ ডেস্ক: নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে খুন করেছে তার বোন জামাই। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপাশা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তার আপন বোন ও বোন জামাইকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানায়, উপজেলার শ্রীরামপাশা এলাকার জনৈক রাসেল মিয়ার পতিত জমিতে সোমবার সন্ধ্যার দিকে মেয়ে হেনা আক্তারের সাথে মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। রুমেলার আক্তারের ছেলে পিয়াস মাকে ফিরিয়ে আনতে যায়।
এসময় তার আপন বোন জামাই সুনু ফকিরের সাথে পিয়াসের হাতাহাতি হয়। এক পর্যায়ে বোনজামাই গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হয় শ্যালক পিয়াস। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।