নেত্রকোণায় বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১১, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণা জেলার সেরা ট্রেনিং একাডেমিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এডাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও সেরা সংস্থার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও এডাব এর বিভাগীয় সমন্বয়কারী নূরুল আমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার এর পে সদর উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, সাপ্তাহিক কৃষকের বানীর সম্পাদক ও প্রকাশক আলী আমজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আলপনা বেগম, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com