নেত্রকোণায় প্রতিবন্ধী শিশুদের মাঝে দুধ বিতরণ


আব্দুর রহমান, নেত্রকোণাঃ বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে। কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা শেষে তাদের হাতে প্যাকেটজাত দুধ তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনা।
এতিম শিশুদের মাঝে দুধ ও দুগ্ধজাত খাবার সহ পোশাক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, প্রতিবন্ধী গবেষক গোলাম মোস্তফা সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।