নেত্রকোণায় ডিবি’র অভিযানে ৪১ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদন: নেত্রকোনার দুর্গাপুরে গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৪১ পিস ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মোঃ সাজন (২৭) নামে এক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে জেলা গায়েন্দা (ডিবি)। আটককৃত সাজন দুর্গাপুর উপজেলার মিনকিকান্দা গ্রামের আবুল কাশেম’র ছেলে।
সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরের চন্দ্রকোনা সাকিনস্থ নিষিদ্ধ ফেনসিডিল বিক্রয়ের সময় ডিবি’র ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই আলা উদ্দিন ও এএসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। এসময় ওই গ্রামের আঃ রশিদের ছেলে সোলাইমান বাদশা (২৫) নামে এক সহযোগী ব্যবসায়ী পালিয়ে যায়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।