নেত্রকোণায় জেলা ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ
আব্দুর রহমান, নেত্রকোণা : বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমনের কারণে ঘরে থাকা কর্মহীন, হত-দরিদ্র, নিন্ম আয়ের শতাধিক মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।গতকাল রাত ৮ টার দিকে নেত্রকোণা কাটলি এলাকার বিভিন্ন জায়গায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, আলু, মাস্ক ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের, সহ-সভাপতি মো:জহির রায়হান, আলিফ নাসের অনি, যুগ্ম-সাধারণ সম্পাদক তুফায়েল আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাঁধন, রুমিত আয়াত, সাবেক সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, মো:ইব্রাহীম, মো: করীম, অবায়দুর রহমান মুন্না, সাবেক সহ সম্পাদক সৈয়দ আল রাকিব, সাইফুল ইসলাম লালন, জাহিদ হাসান প্রান্ত, জাহিদুল হাসান জিকু, তাকবীর হোসেন, সুশান্ত সরকার সুমন, সৈকত পুরাকায়স্ত, মো: আকাশ (মারুফ) মো:সোহান মিয়া, আবির হাসান মামুন, মো মুরসালিন, সাকিব হাসান রনি, মাহফুজুর রহমান পিয়াস, সানিমুল হক সানি, সাইনুল ইসলাম তুহিন, মো:শাহ আলম, আশিক নূর, ই এফ বাবু, ফায়াজ আকাশ অন্তর, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মী বৃন্দ