নেত্রকোণায় জেলা ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ , জুলাই ৭, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা : বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমনের কারণে ঘরে থাকা কর্মহীন, হত-দরিদ্র, নিন্ম আয়ের শতাধিক মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।গতকাল রাত ৮ টার দিকে নেত্রকোণা কাটলি এলাকার বিভিন্ন জায়গায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, আলু, মাস্ক ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের, সহ-সভাপতি মো:জহির রায়হান, আলিফ নাসের অনি, যুগ্ম-সাধারণ সম্পাদক তুফায়েল আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাঁধন, রুমিত আয়াত, সাবেক সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, মো:ইব্রাহীম, মো: করীম, অবায়দুর রহমান মুন্না, সাবেক সহ সম্পাদক সৈয়দ আল রাকিব, সাইফুল ইসলাম লালন, জাহিদ হাসান প্রান্ত, জাহিদুল হাসান জিকু, তাকবীর হোসেন, সুশান্ত সরকার সুমন, সৈকত পুরাকায়স্ত, মো: আকাশ (মারুফ) মো:সোহান মিয়া, আবির হাসান মামুন, মো মুরসালিন, সাকিব হাসান রনি, মাহফুজুর রহমান পিয়াস, সানিমুল হক সানি, সাইনুল ইসলাম তুহিন,  মো:শাহ আলম, আশিক নূর, ই এফ বাবু, ফায়াজ আকাশ অন্তর, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মী বৃন্দ

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com