নেত্রকোণায় করোনায় টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণ র‍্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ১৭, ২০২১
করোনায় টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণ র‍্যালী

আব্দুর রহমান , নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে জনসাধারনের মাঝে করোনা টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণ র‍্যালী হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২১ নেত্রকোণা জেলার ৫টি উপজেলায় ও ৬ আনসার ব্যাটালিয়নে করোনা প্রতিরোধ কল্পে টিকা গ্রহণের জন্য এ উদ্বুদ্ধকরণ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। টিকা নিন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন,দেশকে বাঁচান,পরিবারকে সুরক্ষিত করুন, দেশকে সুরক্ষিত করুন- এ স্লোগানকে সামনে রেখে দেশের আপামর জনগণকে করোনার টিকা গ্রহনে উদ্বুদ্ধ করতে নেত্রকোনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক প্রচারণা ও র‍্যালির আয়োজন করেছে।

করোনা মহামারিতে ২০২০ সালের জনজীবন পুরোপুরি থমকে দাঁড়িয়ে ছিল। সরকার প্রধানের দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ দারুণ সফলতার সাথে করোনা মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম সারিতে বাংলাদেশ করোনার টিকা পায় । দেশের সকল জনসাধারণ যাতে করোনার টিকা নিয়ে সুরক্ষিত থাকে সে লক্ষ্যে আনসার ভিডিপি কাজ করে যাচ্ছে।

৪১তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে টিকা কার্যক্রমে সাধারন জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি,পিএসসি টিকা গ্রহণে এ বাহিনীর সদস্য -সদস্যাদের উদ্বুদ্ধ করেন। মহাপরিচালক ও রেঞ্জ উপমহাপরিচালক,ময়মনসিংহ জনাব হিরা মিয়ার নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট ও পরিচালক মোঃ জিয়াউল হাসান, নেত্রকোণা উপজেলা পর্যায়ে টিকা গ্রহণের জন্য র‍্যালি ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সকল র‍্যালিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক হিরা মিয়া, ৬ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক ও নেত্রকোনা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ জিয়াউল হাসান,সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃমনির“ল ইসলাম, সংশি­ষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগন, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা সকল, এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, কমান্ডার -সহকারী কমান্ডার এবং বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা ও সাঃ জনগন। আগামীকাল ১৭/২/২১ খ্রীঃ নেএকোনা জেলার বাকী ৫টি উপজেলায় অনুরুপ কার্যক্রম পরিচালনা করা হবে। টিকা গ্রহণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিচালক মোঃ জিয়াউল হাসান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com