নেত্রকোণায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , মে ৮, ২০২১

আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে নেত্রকোণা’র উদ্যোগে নেত্রকোণার দেড় শতাধিক হতদরিদ্র এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার নেত্রকোণার নাগড়ায় আয়েশা কমিউনিটি সেন্টারে ‘রক্তদানে নেত্রকোণা’র অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষকে ইফতার করানো হয় ও তাদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার পর্ব শেষে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট মাশহুদুল মান্নান তৃষা, সাংবাদিক শ্যামলেন্দু পাল, দৈনিক আমাদের নেত্রকোণার সম্পাদক মাহফুজ স্বপন, সাংবাদিক মনোরঞ্জন সরকার, সাংবাদিক আলপনা বেগম, সোহান আহমেদ কাঁকন, আবদুর রহমান, রক্তদানে নেত্রকোণা’র সভাপতি মাকসুদুল হাসান জনি, সাধারণ সম্পাদক শেখ অলি আহমেদ রনি সহ সংগঠনের সদস্য বৃন্দ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com