নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু
আব্দুর রহমান, নেত্রকোণা – নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বানিহারী গ্রামের সামনের হাওড়ে বুধবার দুপুরের দিকে বজ্রপাতে রিফাত (১৩) নামক একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জৈনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র গোলাম মোস্তফার হাঁসেরর খামার দেখাশুনা করতো একই গ্রামের সুয়ন মিয়ার পুত্র রিফাত মিয়া। বুধবার দুপুর ১২টার দিকে রিফাত হাঁস নিয়ে বানিহারি গ্রামের সামনের হাওরে হাঁস চড়াতে নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, বজ্রপাতে মৃত শিশুর লাশ দাফন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।