প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২১, ১১:২২ অপরাহ্ণ
নেত্রকোণার মদনে প্রতিপক্ষের হামলায় মুদির দোকানি খুন, আটক ৩
আব্দুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দিলোয়ার হোসেন দিলো (৪০) নামের এক মুদি দোকানদার খুন হয়েছে।
আজ শুক্রবার ঈদ- উল- ফিতরের দিন বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সামনের হাওর আব্বানী ভিটা নামক স্থানে।
নিহত দোকানদার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজ গ্রামে মুদির দোকান পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় মূল হামলাকারী আল আমিন(৩৫) সহ আবুল কাশেম (৫৫), আয়াতুল (৩০) তিন জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ বছর আগে কৃষ্ণপুর গ্রামের আন্তু মিয়ার ছেলে আল- আমিনের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দিলোয়ারে কৃষি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা স্থানীয় মাতাব্বরগণ মীমাংসা করে দেয়। আজ শুক্রবার ঈদুল ফিতরের দিন দুপুরে দিলোয়ার গরু নিয়ে হাওরে গেলে পূর্ব শত্রুতার জেরে আল আমিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ধাড়ালো অস্ত্রের আঘাতে দিলোয়ার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা তাকে মৃত ঘোষনা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, প্রতিপক্ষের হামলায় দিলোয়ার নিহত হয়েছে। মূল হামলাকারী আল আমীনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর সাথে আরো দুই জনকে আটক করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: থানা রোড, পূর্বধলা, নেত্রকোনা, বাংলাদেশ।
Email: dailypratibad@gmail.com
Web: https://dailypratibad.com
Copyright © 2024 দৈনিক প্রতিবাদ. All rights reserved.