নিখোঁজের ১০ দিন পর প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করল পূর্বধলা থানা পুলিশ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের ১০ দিন পর বাক প্রতিবন্ধী শিশু মোঃ শরীফ (১৪) কে নিজ পরিবারে পৌঁছে দিল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পূর্বধলা থানা পুলিশ ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে শরীফকে উদ্ধার করে তার পিতার কাছে বুঝিয়ে দেন। শরীফ উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ধলা পশ্চিমপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ধলা পশ্চিমপাড়া নিজবাড়ী থেকে নিখোঁজ হয় বাক প্রতিবন্ধী শিশু মোঃ শরীফ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে (৩ মার্চ) শরীফের পিতা রুবেল মিয়া পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডি মূলে পূর্বধলা থানার চৌকস ও মানবিক সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোকাম্মেল হোসাইন সঙ্গীয় ফোর্স ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে শরীফকে উদ্ধার করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের চেষ্টায় বাক প্রতিবন্ধী শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।