না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাংবাদিক শফিকুল আলম শাহীন’র পিতা আলহাজ্ব আইজ উদ্দিন মাষ্টার
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো: শফিকুল আলম শাহীন’র পিতা অরসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আইজ উদ্দিন মাস্টার (৭৮) আর নেই। আজ ২১ মে শুক্রবার অনুমানিক সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিন’র ছেলে ।
পারিবারিব সুত্রে জানা যায় সে ২০০৬ সালে মেঘশিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। তিনি দির্ঘদীন ধরে বার্ধক্য সহ নানা রোগে ভোগ ছিলেন।গতকাল ২০ মে বৃহস্পতিবার হার্টের সমস্যা দেখা দিলে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । অবস্থার উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আগামিকাল ২২ মে সকাল ১০ টায় মৌদাম বিদ্যালয় মাঠে নামাজে’র জানাযা শেষে পারিবারিক কবরে দাফন করা হবে। মুত্যুকালে তিনি স্ত্রী, ৫-ছেলে,৩- মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মুত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজমান।