ধোবাউড়ায় দীর্ঘ দিন যাবৎ আবাসিক মেডিকেল কর্মকর্তা ছাড়াই চলছে স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৩, ২০২১
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ধোবাউড়া, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও না থাকায় কাজ কর্ম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আবাসিক মেডিকেল কর্মকর্তা (আর এম ও) ছাড়াই চলছে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও কার্যক্রম। এতে হাসপাতালের চিকিৎসা সেবা সহ প্রশাসনিক কাজ কর্মে গতি নেই বললেও চলে।

আর এম ও এর দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত পরিস্কার-পরিচন্ন রাখার ব্যবস্থা করা চিকিৎসকদের দায়িত্ব বন্টন ও তদারকি ভর্তি থাকা রোগীদের খাবারের মান যাচাই করা সহ প্রশাসনিক কাজকর্ম যাবতীয় কাজ করে থাকে আর এমও। একারনে বিধি মোতাবেক আরএমও কে ২৪ ঘন্টা হাসপাতালে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। ৫০ শয্যার হাসপাতালে দায়িত্ব বন্টনে নেই কোন দায়িত্ব প্রাপ্ত নির্ভর যোগ্য ডাক্তার নিজেদের খেয়াল খুশিমত চলছে দায়িত্ব পালন। হাসপাতালে আসা না আসা নির্ভর করছে নিজের উপর। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন হাসপাতালে ডাঃ রনি ছাড়া আর কেউই নিয়মিত থাকেনা।

টিকেট করেও ডাঃ পাওয়া যায়না। অফিস সহায়ক বিরেন্দ্র চন্দ্র সেন জানান, কোন রুমে ডাক্তার থাকে আমাদের জানা থাকেনা টিকেটে রুম লিখে দিলে না পেয়ে রোগীরা আমাদের প্রতি চড়াও হয়। এজন্য আমাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর এম ও না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছে মেডিকেল অফিসার ডাঃ রায়হান (রনি)। তিনি জানান, আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। সমস্যা থাকলে কর্তৃপকে জানালে ভাল হবে। এ ব্যাপারে প প কর্মকর্তা শাহীন আলম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কতদিন যাবৎ আর এমও নেই আমার জানা নেই তবে ডাক্তাররা হাসপাতালে অনিয়মিত বিষয়টি আমি দেখব। এমত অবস্থায় উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com