ধোবাউড়ায় শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২১

ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার গোয়াতলা ইউনিয়নে ছনাটিয়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আতিকুল (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে শিশুটি ও দাদু বসত বাড়ির রান্না ঘরে ভাত খাইতে ছিল। সেখান থেকে আতিকুল তার সবজি ক্ষেতে মই দিবার কাজে সহায়তা করার জন্য শিশুটিকে ডেকে নিয়া যায়।  প্রায় ৩০ মিনিট পর মেয়েটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে আতিকুল পালিয়ে যায়।মা মেয়ের কান্নার কারণ জানতে চাইলে শিশুটি মাকে সব কিছু খুলে বলে।তখন শিশুটির মা মেয়েটিকে জরাইয়া ধরে কান্না শুরু করে। পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এলাকাবাসীর দাবি শিশুটির উপর যে নির্যাতন করা হয়েছে তার উপযুক্ত বিচার যাতে হয়।

এব্যাপারে ধোবাউড়া থানা ওসি (তদন্ত) চাঁদ মিয়ার কাছে জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পারিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। (১৪ ফেব্রুয়ারী) রবিবার  মামলা রেকর্ড করে আমাসীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com