ধোবাউড়ায় শিশু ধর্ষনের অভিযোগে আটক ১


ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার গোয়াতলা ইউনিয়নে ছনাটিয়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আতিকুল (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে শিশুটি ও দাদু বসত বাড়ির রান্না ঘরে ভাত খাইতে ছিল। সেখান থেকে আতিকুল তার সবজি ক্ষেতে মই দিবার কাজে সহায়তা করার জন্য শিশুটিকে ডেকে নিয়া যায়। প্রায় ৩০ মিনিট পর মেয়েটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে আতিকুল পালিয়ে যায়।মা মেয়ের কান্নার কারণ জানতে চাইলে শিশুটি মাকে সব কিছু খুলে বলে।তখন শিশুটির মা মেয়েটিকে জরাইয়া ধরে কান্না শুরু করে। পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এলাকাবাসীর দাবি শিশুটির উপর যে নির্যাতন করা হয়েছে তার উপযুক্ত বিচার যাতে হয়।
এব্যাপারে ধোবাউড়া থানা ওসি (তদন্ত) চাঁদ মিয়ার কাছে জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পারিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। (১৪ ফেব্রুয়ারী) রবিবার মামলা রেকর্ড করে আমাসীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।