ধোবাউড়ায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক মৃত্যুর দাবীর চেক হস্তান্তর
ধোবাউড়া(ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়ায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক মৃত্যুর দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১২ টায় ধোবাউড়া সাংগঠনিক অফিসে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে, ধোবাউড়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জালাল উদ্দীন সোহাগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান,বেস্ট লাইফ ইন্সুইরেন্স ময়মনসিংহ অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুম হাসান জামাল, ধোবাউড়া সাংগঠনিক অফিসের ক্যাশিয়ার আমজত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক বরকত উসমান, ধোবাউড়া থানার এস আই আব্দুল খালেক সহ বীমা গ্রাহকগণ উপস্থিত ছিলেন।