ধোবাউড়ায় প্রধানমন্ত্রীর উপরহার স্বপ্নের ঘর পেয়েছে ৮৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার
ধোবাউড়া(ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়ায় মুজিব বর্ষ উপলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ৬৬হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক ঘর এবং ৩ হাজার ৭শত ১৫টি পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরহার সপ্নের ঘর পাচ্ছে মোট ৮৫টি পরিবার। ধোবাউড়া উপজেলার ৭ টি ইউনিয়নে ৪৫ টি পরিবারকে ভূমিসহ ঘর ও ৪০ টি পরিবারকে আশ্রয়ন প্রকল্প ব্যারাকে পুনর্বাসন। ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পল্লীবিদ্যুতের এজিএম আলিমুন রেজা তুহিনসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।