ধোবাউড়ায় প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ


ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ধোবাউড়া উপজেলায় ইউটি এম/আইডিপি প্রকল্পের বরাদ্দ ৭৭ লক্ষ ৩ হাজার ৬ শত ৭৪ টাকার রাস্তা ১মাস না যেথেই পাথর ডালাইয়ে ফাটল দেখা দিয়েছে।এতে প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
উপজেলার সদর মাঝ বাজারের রাস্তা ও নদীর পাড় হয়ে শসানঘাট দিয়ে উপজেলা মোড় পর্যন্ত টেন্ডার হলেও সদর বাজার রাস্তার ইষ্টিমেট বরাদ্দ ৭৭লক্ষ ৩হাজার ৬শত৭৪ টাকা দেয়া হয়।টেন্ডারের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে কাজ পায় (এস আর কন্ট্রাকশান) সরে জমিনে গিয়ে দেখা যায় ধোবাউড়া হালুয়াঘাট মেইন রোড থেকে রাস্তাটি সোনালীব্যাংক মেইন রোডে সংযুক্ত হয়েছে, এর মাঝখানে পাথর ডালাই রাস্তাটি আকাবাকা ফাটল দেখা দিয়েছে।৮” পাথর ডালাই ৮” বালি ১০ মিলি রড ব্যবহারের পরেও অল্প সময়ে ফাটল দেখা দেয়া জনজমনে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ি জানান রাস্তাটিতে পানি ব্যবহারের পরিবর্তে বিভিন্ন খাল বিল থেকে কচুরিপনা এনে রাস্তার উপর দিয়েছে।পরে আর কোনদিন পানি দেয়নি। ড্রনের সাথে রাস্তা ঢালু রাখার কথা থাকলেও তা করা হয়নি,রাস্তার প্রায় জায়গায় পানি জমে থাকে।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,বিষয়টি আপনার কাছ থেকে জানলাম ইউএনও মহোদয়কে জানিয়ে স্পটে যাব।এমত অবস্হায় এলকাবাসি উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।