ধোবাউড়ায় তাতীলীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২১
তাতীলীগের পরিচিতি ও মতবিনিময় সভা

ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা তাতীলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা তাতীলীগের আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মি. ডেবিড রানা চিসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক জালাল উদ্দীন সোহাগ, যুগ্ম আহবায়ক বরকত উসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, উপজেলা যুবলীগের সদস্য আনোয়ারুল ইকবাল, আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, উপজেলা নবীনলীগের সভাপতি সাদিকুল ইসলাম সহ নবগঠিত তাতীলীগের সকল সদস্যবৃন্দ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধোবাউড়া উপজেলা তাতীলীগের সদস্য সচিব আব্দুল কুদ্দুছ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com