ধোবাউড়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহজাহান সরকার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১০, ২০২১

ধোবাউড়া(ময়মনসিংহ): আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিয়ে জনগনের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। কে পাবে বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন আওয়ামীলীগ নেতা শাহজাহান সরকার।

তিনি বর্তমানে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি সাবেক ২ (দুই)বারের বাঘবেড় ইউপি সদস্য, সাবেক বাঘবেড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সংসদ নির্বাচনে বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে নৌকা প্রতিকের বিজয়ের ল্েয গণসংযোগ চালিয়েছেন। এবং বিপুল ভোটে এ ইউনিয়নে আওয়ামীলীগ জয়ী হয়েছিলো।

অনেকে মনে করেন, আসন্ন ইউপি নির্বাচনে শাহজাহান সরকার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করা সম্ভব। শাহজাহান সরকার এক সাাতকারে জানান, ” আমি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করি, আমি সব সময় দলের দুর্দিনে সাথে থেকেছি এবং বর্তমানে আছি। অনেকে দলের বিদ্রোহী করেছে কিন্তু আমি কখনো দলের বাইরে যায়নি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আগামী নির্বাচনে বাঘবেড় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিবেন। এছাড়াও আমি ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি, বর্তমানেও অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি”।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com