প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
ধোবাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক: নেত্রকোণার দূর্গাপুরে যৌতুকের শালিস মীমাংসাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলীকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি আবুল বাশার বাবুলকে গ্রেপ্তার র্যাব-১৪। শুক্রবার ভোর রাতে ময়মনসিংহের ধোবাউড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। তিনি উপজেলার বানিয়াপাড়ার গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
র্যাব জানায়, ঘটনার কিছুদিন পূর্বে রেজাউলের স্ত্রী রহিমাকে যৌতুকের দাবিতে মারধর করার কারণে স্থানীয়ভাবে সালিস মীমাংসার জন্য রহিমার শ্বশুর বাড়িতে জাহেদ আলীকে নিয়ে একসঙ্গে যান আকবর আলী। পরে রহিমাকে এক প্রকার জোরপূর্বক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান জাহেদ আলী। সুস্থ হওয়ার পর রহিমাকে তার বাবার বাড়িতে নিয়ে গেলে আসামি বাবুল তাদের দোষারোপ করে।
এ ঘটনার জের ধরে গত ৯ এপ্রিল দুপুরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে বাবুল। আহত ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার জের ধরে গত ৯ এপ্রিল দুপুরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে বাবুল। আহত ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভুক্তভোগী জাহেদ আলীর ছেলে মো. রেজাউল করিম (২৫) বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ৭২ ঘন্টার মধ্যে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধোবাউড় বাজার এলাকা থেকে আবুল বাশার বাবুলকে গ্রেপ্তার করে।