দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পূর্বধলা থানা পুলিশের বাজার মনিটরিং


পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পূর্বধলা বাজারে মনিটরিং এর নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পূর্বধলা থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পূর্বধলা বাজারের মাংস ব্যাসায়ী, মুদির দোকান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের মূল্য এবং দ্রব্যের মান মনিটরিং করেন।
বাজার পরিদর্শনকালে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারী করবে পুলিশ। যদি কেউ বাজার অস্থীতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পুরো মাস ব্যাপী পুলিশের মনিটরিং অব্যহত থাকবে বলেও তিনি জানান।