দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পূর্বধলা থানা পুলিশের বাজার মনিটরিং

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , মার্চ ২৭, ২০২৩

পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনা:  নেত্রকোনার পূর্বধলায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পূর্বধলা বাজারে মনিটরিং এর নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পূর্বধলা থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পূর্বধলা বাজারের মাংস ব্যাসায়ী, মুদির দোকান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের মূল্য এবং দ্রব্যের মান মনিটরিং করেন।

বাজার পরিদর্শনকালে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারী করবে পুলিশ। যদি কেউ বাজার অস্থীতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পুরো মাস ব্যাপী পুলিশের মনিটরিং অব্যহত থাকবে বলেও তিনি জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com